উজাড় করে রক্ত দিয়ে
       জেদের রসদ লড়ার আশা।
       সেই মোর বাংলা ভাষা,
       আমার গর্বের বাংলা ভাষা।
       আপস করে, সইয়ে নিয়ে
       অল্প পেয়ে সুখী থাকা।
       মানেনি আর মানবেনা মোর
       রক্ত ভেজা বাংলা ভাষা।
       অক্ষর মোর প্রাণ প্রিয়
       বুঝেনি তাই গুলির ভাষা।
       হাজার শহিদ লুকিয়ে আছে
       প্রতি স্বরে প্রতি লেখায়।
       বিপ্লব আর প্রেম শেখায়
       মায়ের ডাকেও মধু মাখা।
       স্লোগানে আর প্রেম কবিতায়,
       লড়াই শেখায় বাংলা ভাষা।