তোমাকে পেয়েছি ব্রহ্মপুত্রের সেই গাঢ় নীলে..
       কখনোবা গঙ্গার তীরে স্নিগ্ধ বাতাসে উপস্থিত..
       সন্ধ্যার সুদর্শনে ময়ূরাক্ষীর চরে তোমার ছোয়া..
       কখনো তিস্তার হিমশীতল রাতে তোমার অনুভব মিলে..
       পদ্মার পাড়েও খুজে পেয়েছি তোমার প্রেম..
       সীমানা ভরা এই স্বার্থের জগতে..
       বাস্তবেই শুধু পাইনি তোমাকে..
       যদিও কল্পনায় আমরা এখন একাত্ম..
       মিলনের রাত অনিশ্চিত..
       তাই অনিদ্রায় কাটায় নিশি আপাতত..
     মিলন হবেনা এই সিমান্তভেদা প্রেমে..
       মিছে না মানার ভান এই কাটাতার..
     প্রেম করেই যাব মিলন হবেনা জেনেও..
       অপেক্ষায় করবো এ জীবন পার..