স্তব্ধ শহর, কার্ফু বিরাজমান
       ভেসে আসে দুরের মিলিটারি পায়চারি,
       শহর জোড়া নিষেধ জারি রয়েছে
       পদে পদে শাসনের চোখ রাঙানি।
       প্রেমেরা আজ অতীত হয়েছে যেনো
       কবিতারাও বাক্স বন্দি,
       গোলাপের শহরে বারুদের চাষে
       অবাধ হিংসা হানাহানি।
       ইতিহাস আজ প্রতিবাদ সব
       আওয়াজ গুলো বন্ধ জেলে,
       মিছিলের শহর স্লোগান ভুলেছে,
       ধর্ম ধ্বজা মেলে।
       সঙ্গীতগুলো বুলেটের শব্দ
       মাটির সুবাস পোড়া রক্তে,
       বিলীন শিশুদের পাঠশালা ফেরত কোলাহল
       ধর্মকারের উল্লাসে।
       কঠিন সময়ে কাটেনাকো দিন
       পেরোয় না নিশীথবেলাও,
       আড়ি করেছে যেনো ঘুমের সাথেও
       অবাস্তব স্বপ্নগুলা।
       মধ্যবিত্তেরও চিন্তায় ছেদ আজ
       জ্ঞানান্দ্রিয়ের দ্বিধায়,
       কলমে আগুন নিভে গেছে কবির
        নিজে ভালো আছি বেজায়।
       চারিদিকে তবু থেমে নেই ক্ষিদা
       এড়িয়ে চলা এই সময়ে,
       মূল্যবৃদ্ধিতে খেতে পায়নি কিশোর
     দাবানল জ্বলে বুকেতে।
       অন্ধকার প্রবল, তারা বিহীন আকাশ
       কালো মেঘের ঘনঘটা।
       হাতড়ায় কিশোর দৃঢ় প্রত্যয় মনে,
       খাওয়ার ধূমকেতুর ছটা।
       এভাবেই নতুন দিশা আসবে ভেবে
       অনেকেই রাত্রি জাগে,
       কিশোরের প্রত্যয়ে সারা শহরেই
       নতুন ঊষা জাগবে।