একসময় সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেলবে তাঁদের..
       অথচ
       দার্শনিক সমাজবাদী বলেই মানা হতো একদিন যাঁদের..
       প্রতিবাদের একটিও মুষ্টি উঠবেনা সেদিন..
       হয়তো প্রতিবাদীরা বিলুপ্ত হবে..
অথবা
       বিলুপ্তপ্রায়ের সারিতে নাম লিখিয়ে..
প্রতিবাদের শক্তি কমাবে দিন দিন..
       ধীরে ধীরে স্বাধীনতাতেও থাবা বসবে..
       মানুষের কাছে তখন ধর্মের হানাহানি..
       আর দেশপ্রেমের মিথ্যা রূপক..
       আফিমের মতো হয়ে উঠবে..
       দেশে বেকারত্ব,
       ঋনে জর্জরিত কৃষক..
       আর শিক্ষাক্ষেত্রেও অনিয়ম..
       নেশাতুর প্রজা বুঝবেনা..
ভাব্বে এটাই বুঝি দেশে সুখ আনার নিয়ম..
       মিটিং মিছিল হবে তখন রূপকথার গল্পের মতো..
       সান্ধ্য আইন প্রতিদিন..
অভ্যাস হয়ে দাড়াবে প্রায়..
       ফ্যাসিবাদ এর শাসন জুড়ে বসবে সর্বত্র..
       মুক্তির গান পরাধীন হবে উচিয়ে রাষ্ট্রের অস্ত্র..
       রূপকথার গল্পরা আবারো পেয়ে বসবে তরুণদের মনে..
       মুক্তির জয়গান ফুটে উঠবে..
ধ্বংসের বনে..
       তারপর আবারো মিছিল ছড়িয়ে পড়বে..
       প্রতিটা গ্রাম থেকে শহরে..
শাসকের হুঙ্কার উপেক্ষা করে..
       সমাজবাদ আসবে সেদিন ছাত্র ও মেহনতি নবপ্রজন্মের হাত ধরে.......