বছর একশো পরে..
       ইট বালি পাথরের এই মহানগরে..
       মিছিল যদি বেরোয়..
       রং বিহীন সেই মিছিলে..
       মেহনতি মানুষের ঘামের গামছাই হবে যেন এক একটা পতাকা..
        দীপ্ত স্লোগানে মিছিল এগিয়ে চলবে..
       পার করবে ব্যারিকেড ঘেরা
       প্রতিটা হিংসার উপতক্যা..
       সমাজতন্ত্র আসবে সেদিন সরিয়ে ফ্যাসিবাদ..
       নাহি করবে পুজিবাদীদের তোয়াক্কা.......