লাশের গন্ধে ঘুম ভেঙ্গে যায়
বেচে আছি তবুও মৃত প্রায়
রক্ত শিকলে বাধা হাত দুটি মোর
আঁধারে ঢেকে আছে নতুন ভোর
তুমি কি ফিরবে এই ক্লান্ত স্বদেশে
যেখানে মানুষ ঘুরে পশুর বেশে
হিংস্র নখের আড়ালে লুকিয়ে মুখ
কত দিন বাচবে তুমি বিপন্ন ডাহুক
শ্বাপদের আঁধারে চলছি অবিরত
কূট বিষে প্রান মরছে শত শত
মরতে মরতেই একদিন উঠবো জেগে
রক্তের দ্রোহে পুড়াবো দ্বিগুন বেগে
পালানো দুয়ার গুলি বন্ধ হবে জমিদার
প্রতি ফোটা রক্তের শোধ নেব আবার
ভেঙ্গে ফেলে রঙ্গিন চশমার দ্বার
খুনের বদলা বুঝে দেব আমার
তোমার পুস্প কাননে ঘৃনার আগুন
জ্বেলে দিব উত্তাল বিধ্বংসী দ্বিগুন
অভিশাপে ভরে যাবে প্রাণহীন প্রাসাদ
মৃত্যুর বিভিষিকায় ভরা তব আর্তনাদ
জনতার আহবানে জাগবে স্বদেশ
স্বপ্নভরা নতুন প্রানের আবেশ
বিফলে যায় কি বল কভু কোন প্রান
নব প্রভাতে আজি শোন মুক্তির গান।।।