ভাবি নিরবে অবহেলায়,
বিস্মিত চোখের পাতায়
কতটা নিয়েছি মোরা পাঠ্যবিদ্যার বানী।
ভাসি এই সাগরে,
নিত্য শিক্ষার নাওয়ে
সাঁতরেছি কেউ মুগ্ধ আলোর খোঁজে।
খুব যে জেনেছি, নয় খুব শিখেছি
দেখেছি তবু কতো স্বপ্নের ছবি
কাটছে রাত্রি দিন,
বাড়ছে গুরুদের ঋণ
হবে দেখাতে এক ঝলকানি হাসি।