কবিঃ সজিবুল হাসান সানি


চলছে বিচ্ছেদ আলাপন
মনটা দুজনের ই অনেক বিচলিত,
নেই কারো কোন নালিশ
নেই চোখ ভেজা অশ্রুর ঢেউ
তবুও দুজনে নীরব শান্ত
নিথর মরুর মতো স্তব্ধ দুজন
বাতাসের সাথে দুলছে স্বপ্ন গুলো
হাহাকার হৃদয়ের বেদনাময়ী
সম্পর্কের উদ্বিগ্ন দহনে
জ্বলে জ্বলে কয়লা হচ্ছে
এই পুরা হৃদয়
বার বার মনে করিয়ে দেয়
চিতার আগুনে জ্বলা তিক্ততার
নির্মমতা
কষ্ট গুলো বিশাল আকাশের মতো
হয়ে দাঁড়িয়েছে
ভালোবাসা টা বিন্দু বিন্দু করে
সহস্র কুটি বেদনায় রূপ নিয়েছে
মনের উনুনে বাসা বাধা পাখিটি ও
তার আপন নীড়ে ফেরার প্রতীক্ষায়।