পেঁয়াজ,পেঁয়াজ,পেঁয়াজ এখন
অনেক দামি পণ্য,
লক্ষ কুটি স্ট্যাটাস দেখি
শুধুই পেঁয়াজের জন্য।


চাষির পেঁয়াজ কোথায় গেল
কার গোডাউন ভরাট ?
চাষির খাবার কেরে নিয়ে
দিচ্ছে তাদের খয়রাত।


হোক না অধিক পেঁয়াজের দাম
কৃষকেরা যদি পায়,
তাদের শ্রমের মূল্য কেন
পেটুকেরা খায় ?


কষ্ট করে জমি চাষে একটু
লাভের আশায়,
চাষির তৈরি সোনার হরিণ
গেল যে কার বাসায় ?


পেঁয়াজের মূল্য আকাশ সম
গরিব পারেনা ছুঁতে
পেঁয়াজ ছাড়াই রান্না করে
বসছে তারা খেতে।


১৯,১১,২০১৯
সজিবুল হাসান সানি