জীবিকার তাগিদে বাবা, মা ,ভাই ,বোন ,
আত্মীয় স্বজন ছেরে পরে আছি
এই দূর প্রবাসে ,
সবার সুখের কামনায় আজও
কঠোর পরিশ্রম করে যাচ্ছি ।
সেই কিছুদিন আগের কথা
যখন প্রবাসের উদ্দেশ্যে প্রথম
বাসা থেকে বের হই
মা আমার সামনে আসতে পারেনি
বারান্দার পাশে দাঁড়িয়ে
ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছিল,
আজও মায়ের মুখ টা যখন
আমার চোখের সামনে ভেসে ওঠে
নীরবে নিভৃতে মনের অজান্তে
চোখ থেকে দুফোটা জল গড়িয়ে পড়ে।
ভাই তো সে যেন নিজের একটা অঙ্গ,
বোন তো আমার আদরের যতন করে রাখা মুকুট
কোহিনূর মুকুট।
সবার চাহিদা পূরণ করার জন্য
ভাই আজ আমি প্রবাসী।
জীবনের সোনালী সময় নিয়ে
অন্যান্য বন্ধুরা যখন মেতে আছে
আমি তখন সভাসীন  হয়ে
পরিবারের সবার মুখে হাসি
ফোটাতে ব্যস্ত ।


০৪,১২,২০১৯