তুই ছিলি এই মন পিঞ্জিরায়
ভালবাসার চাদরে তোকে
আঁকড়ে ধরেছিলাম,
তুই তো বনের পক্ষী
তাই আপন ঠিকানায়,আপন নীড়ে
আমাকে শূন্য করে চলে গেলি ।


তুই কি জানিস ?
তোর প্রতীক্ষায় এখনো আমি প্রহর গুণী,
রাত্রি বেলা বারান্দায় দাঁড়িয়ে
আকাশের পানে চাহিয়া থাকি,
কুটি কুটি তাঁরার মাঝে
তোকে খুঁজিয়া পাই ।


স্মৃতির মরীচিকায় ক্লান্তি বিহীন রাতে
একাকী তাঁরা গুণী,
মধ্যরাতে ঘুম ভেঙ্গে তোকে মনে করে
চোখের কোণ গড়িয়ে অশ্রুর
বন্যা বয়ে যায় ।


তোর স্মৃতি আঁকড়ে ধরে
কখনো হাসি ,কখনো কাঁদি
মনের সন্নিকটে ভেসে উঠে স্তম্ভিত
মরুর মতো চৈত্রের নিস্তব্ধতার পথ।