দায়িত্ব যখন কাঁধে চেপে বসে
তা যতো ক্ষুদ্রই হোক পরিশ্রম তো করতেই হয়,
পেটের তাগিদে চালাই রিক্সা,
রোদবৃষ্টি, ঝড় ঝাপটা মাড়িয়ে।
লক্ষ্য যদি হয় সততার
তবে খাটুনিটা হয় বিশুদ্ধ,
মুখে কষ্টের ছাপ থাকলেও
মনটা থাকে প্রফুল্ল।
গলায় গামছা পেঁচিয়ে
রোমাঞ্চিত হৃদয়ে, মনের কষ্ট দমিয়ে
ছেড়া স্যান্ডেল পায়ে দিয়ে প্যাডেল চেপে
চলি অবিরত রিক্সায় যাত্রী নিয়ে।
পরিবার প্রধান হওয়ায়
সব দায়িত্ব বর্তায় আমার উপর,
টানাপোড়েন থাকলেও
পিছু হটার সুযোগ নেই
বয়স যতোই হোক না কেন,
শীতের শৈত্যপ্রবাহ কিংবা গরমের উষ্ণতা
আমার ছুটে চলা কখনো থামাতে পারেনা।


২৪,১১,২০১৯