মেহেদী রাঙা হাত তোমার
আলতা-রাঙা পা।
তোমার সুন্দরে শোভন আজ
আমার ছোট্র গাঁ।


কোকিল সদৃশ কন্ঠ তোমার
মিষ্টি সুরে ডাকো।
রাতের তারা ঝলমলে আজ
চুপ করে নাহি থাকো।


মাথা ভরা কেশ তোমার
লম্বা চুলের বাহার ।
তুমি হাসলে খেলা করে
সমুদ্র কিংবা পাহাড়।


ঠোঁটে তোমার মিষ্টি হাসি
গালে পড়ে টোল।
অপরূপা সুন্দরী তুমি
সন্ধ্যামালতী ফুল।