শৈত্যের প্রভাতে কুহেলী
ছেয়ে আছে চারদিক।
ঘুম ঘুম খিন্ন মাখা আঁখিতে,
গবাক্ষের পাশে দাড়িয়ে
হঠাৎ দেখি, এ যেন এক
অপরূপ সুন্দরী ।
রূপে তাহার দারুণ জাদু,
মুগ্ধকর চেহারায় ফুটে উঠে
তাহার মিষ্টি হাঁসি।


রাতের চাঁদ হার মেনে যায়
তাহার রূপের কাছে।
তাহার আগমনে ভরে উঠে
সমস্ত নদী নালা খাল বিল
কানায় কানায় ।
গাঁদা ফুলের সুগন্ধী ঘ্রাণে
মুখরিত হয়ে ওঠে চারিদিক।
  


এ যেন এক মমতা ভরা
হিমায়িত আসমানের ধ্রুবতারা।
নীহার ভেজা প্রভাতেরা মুগ্ধ
তাহার রূপের জাদুতে ।  
গোলাপী ঠোঁটের হাসিতে
উৎসে উঠে শৈত্যের বিহান।  
স্নেহ মাখা লাল গোলাপ,
ফুলেরাও মেতে উঠে
তাহার রূপের নিপুণতায় ।  


আহা কি সুমধুর কণ্ঠ-সুর
নীহার ভেজা সরণির
পাশে দাড়িয়ে কে যেন
কোকিল সুরে আমায়
হৃদয়ের কথা বলছে।