আরও একটি মশালের আলো
দপ করে নিভে যাক আজকের অমাবশ্যায়;
কেউ একজন পতনের বিভীষিকায়
উন্মুখ দৃষ্টি রাখুক বুকের পাঁজর তলে,
সেখানে পিনপতন নীরবতায় তর্ক চলুক
নিঃসঙ্গতা ঘনীভূত হোক সময়ের অপঘাতে,
বিশ্বাসের অক্ষিকোটরে-
আরও একবার ছোবল হানুক বিষাক্ত সাপ
সম্ভাবনা আরো একবার নিমিষেই উবে যাক ।
বিপ্লব-বিদ্রোহ কবেই হয়েছে গত
তবু ঐক্যমতের সময় এখনো আসে নি
জীবন সেতো ভাসেনি সন্জীবনী মৌল সুধায়,
আরো কিছু রাত একাকীত্বতা কুরে কুরে খাক
নিভৃত মন খুঁজে পাক তার সম্মিলনের ধ্যান ।
সেদিন না হয় ফুলের ঘ্রাণে ব্যাকুল হব
সবার মত অন্ত্যমিলের গান শুনাবো
তোমার-আমার ভালোবাসার গল্প হবে-
তবু আজ সেসব কথা
আপন বুকেই থাক- তোলা থাক ।