ডিম আগে না মুরগি আগে
এ নিয়ে বহু কথা,
প্রশ্নই ছিল মুরগি-ডিমের
প্রথম জন্ম দাতা ।


অতঃপর কেউ মুরগী ধরেছে
কেউ বা দিয়েছে- তা,
লাঠির আঘাতে ঠ্যাং ভেঙেছে
ডিমেও পড়েছে ঘা ।


অবশেষে কেউ প্রশ্ন দিয়ে
ভাঙলো অসাড়তা,
শয়তান যদি থেকেই থাকে-
'পৃথক' এবং 'প্রথা' ।


"ডিমের থেকে বাচ্চা ফুটে
মুরগি থেকে ডিম,
যেমন করে এই পৃথিবীর
রাতের মাঝেই দিন"


সৃষ্টি কিংবা স্রষ্টা শুধুই
মুরগি-ডিমে গাঁথা !
প্রশ্ন জাগে- শয়তানও কি
ভাগ্য বিধাতা ?


জানি জীবন প্রয়োজনের
বৃহৎ যৌক্তিকতা,
তারচেয়েও প্রশ্ন দিয়েই-
মানুষ- সভ্যতা ।