ল্যামপোস্ট জাগে মধ্যরাতের ঘুমে
ফুটপাতে শোয় নাগরিক সভ্যতা,
লক্ষ পোকার মৃত্যু আস্ফালনে
বিদ্রুপে সাজে সন্ধ্যার জনশ্রোতা ।


ঐক্যমতের জুয়ার টেবিলে বসে
চোর-দারোগায় অট্টহাসির রোল,
ভাগ্যদেবীর স্বার্থের চরাচরে
রাষ্ট্র চড়ায় কিম্ভূত চাষাকূল ।


বীর-বাঙালির নেশাগ্রস্ত চোখে
মুঠোর গ্লাসে- যুবতী দেহের ভাঁজ,
মায়ের চেতনা বোতলবন্দী মদে
বৃক্ষে পেঁচানো ওষধি গুল্ম-গাছ ।


ভোখা সংস্কৃতি নিরত মিথ্যাচারে
বেসুরো বাজায় মার্ক্স-ফ্রয়েডের গান,
শিল্প-গোষ্ঠী প্রেমের আঁচলই খোঁজে
সক্রেটিসেরা হেমলকে মারা যান ।