১।
'স্বাভাবিকতাই দার্শনিকতা'
অন্য সবই যা-তা কথা ।


২।
যে নিজেকে ভাবে-
'অনেকের চেয়ে উন্নত'
এবং জানে- 'অনেকের চেয়ে অনুন্নত'
সে তো তার জীবন থেকে-
আপন ভুলেই- 'নির্বাসিত' ।


৩।
যেমন খুশি তেমন চলো
আগুন-জলে ফাগুন কিনো,
জীবন যে আজ তোমার হাতেই !
কেবল জেনো- 'একটি' মানা-
"অন্য গাছের ডাল ভেঙো না" ।