আমার আছে দুটো ঘোড়া- সাদা এবং কালো রঙের
সাদা ঘোড়া শান্তি প্রিয়- ধুলোর মাঝে ধীরেই হাঁটে
কালো ঘোড়া হতচ্ছাড়া- পথ-বেপথে তুমুল ছুটে
সেটির পিঠে চড়তে গিয়ে অনেকবারই চোট পেয়েছি;
বণিক আমি মরুর বুকে- সাদার পিঠেই যাত্রা করি
কেবল শুধু বালির ঝড়ে প্রাণ বাঁচাতে কালোয় চড়ি  
এমনই এক বৈরী দিনে দূরের দেখা সবুজ ভূমি
সাদায় উঠে কালোয় ছুটার স্বপ্ন সেদিন প্রথম জাগে
মরুর বুকে বনিক আমি- তেমন কিছু পাই নি খুঁজে
একি তবে জীবনভরই পংক্ষীরাজের আশায় পুড়া ?
আমার আছে দুটো ঘোড়া- সাদা এবং কালো রঙের
সাদা ঘোড়া শান্তিপ্রিয়- কালো ঘোড়া হতচ্ছাড়া !