এখনো বুঝি নি আমি- প্রেম তবে জোছনা-
নাকি বিভীষিকা মরুভূমি ?
এতদূর এসে দ্বিধা-ই যদি- তবে কি বৃথাই হেঁটেছি এতটা
আলোহীন গ্রহে করেছি কেবল সূর্যেরই আরাধনা ?
অজানার তরে খুব বেশি জানা-
যেন বুকের পাঁজরে নিজেরই গড়া স্বপ্নের কারাগার !
তবু যে আমার এতকাল ধরে-
বিলাসী প্রেমের অতল ছোঁবার মৃত্যুর বিলাসিতা
যেন প্রথাগত সব গ্রহের মিছিলে উল্কার বিরোধিতা ।
জয়-পরাজয়ে প্রেমকে বুঝি নি -
এক পরিণয়হীন অহমের ভারে-
যুক্তি বিষাদে আঁকড়ে থেকেছি বিশুদ্ধ বিস্ময় !
এ-কি খুব চাওয়া- পূর্ণিমা রাতে প্রেমময় বালুচর ?
অবিশ্বাসের ঘর বেঁধে যারা-
বর্ধিত ভুলে বাহিরে গড়েছে সর্বাগ্রাসী অন্ধকার-
সুখের অসুখে তারাও তো আজ কিছুটা হলেও সুখী ।
সুন্দর চেয়ে অহংকারে শুন্য আস্ফালন-
এ-জীবন সেতো কখনো চাইনি আমি-
প্রেম তবে প্রবঞ্চনা ? নাকি সত্ত্বার চেয়ে দামি ?
শুধু জানি- এক শীতের ভোরে -
পৃথিবীর সব ফুল স্বপ্নের রঙে ফুটেছিল- আমি দেখেছি;
তবে কি প্রেম- শিশির জলে স্বচ্ছ প্রভাতী বেলা ?