আমি তোমাদের কেউ নই-
আমি এক উত্তরের আগন্তুক
স্বেচ্ছায় আজ পরাজয় বুকে প্রতিবাদ করি সময়ের ।
ধর্ষিত প্রেমের চেয়ে বেশ্যার দরকষাকষি-
বেশিই মানবিক- এই সর্বভুকের শহরে ।


জীর্ণ বস্তি থেকে হস্তীর লুলুপ গ্রীবায়-
স্বার্থের রঙিন শিকল দেখেছি এতকাল ধরে,
ক্ষুধার্ত বাঘের অব্যর্থ থাবায়-
দলিত রাজপথে দেখেছি অবক্ষয়ের দীর্ঘ মিছিল;    
আজ কাকের রাজত্বে আমি এক ভীনগ্রহী একাকী শঙ্খচিল-
উদ্ধত অহংকারে প্রত্যাখ্যান করি তোমাদের বিনম্র ডাস্টবিন,
রেখাহীন হাতের মধ্যযুগীয় বদান্যতা- ঘৃনার চাবুকে রক্তাক্ত করি
আর কোন গোবরে পোকার মুখে শুনতে চাইনা- নিসর্গের বার্তা ।


মর্ত্যের এই মুমূর্ষু বিভীষিকায়
আমি এক উত্তরের আগন্তুক-
তোমাদের সর্বভুক শহরকে আমি দেখেছি- আগামীর চোখে
তাই স্বেচ্ছায় আজ পরাজয় বুকে-  
                                 প্রতিবাদ করি সময়ের ।