ভালোবাসা যেন শান্ত নদী- ভাষাহীন স্রোতে রঙের খেলা
বিষাদের জলে ঝলসানো চোখ- খর-রৌদ্রের দুপুরবেলা-
কোনদিন যদি নীল অভিমানে- ভেঙ্গে দেয় তার সাজানো দু'কুল-
ঘোলা জল বুকে ঢেউ খোঁজে পায়-  পিছুটানহীন তুমুল গতি...
এভাবেই এক সুখের সাগর- কূলহীন কোন বৃহৎ নদী ।