চেয়েছিলে গুচ্ছ গোলাপ ফুল
আমার ছিল ফুলের চেয়ে পাখি
বলেছিলাম- চলো আকাশ দেখি
বেছে নিলে সাগর জলেই কূল ।


এক দুপুরে ভীষণ খর-তাপ
দু’জন তখন বসে পাশাপাশি
বলেছিলাম রৌদ্র ভালোবাসি
বললে তুমি- বৃষ্টি ধুয়ে যাক !


হটাত শুনি দূরপাহাড়ের গান
দেখি আমি আকাশ হলো কালো
তুমি তবু মেঘেই থাকো ভালো (!)
আমার ছিল নীলে-ই পিছুটান ।


তুমি জানো আকাশ এখন ভুল
পাখির গানে ভীষণ তোমার ঘৃণা
আমার হল অথই সাগর চেনা
এখন আমি ভালোবাসি ফুল ।


(যদিও কবিতার সৌন্দর্য‍্য ব্যখ্যা দিয়ে বুঝানো কোনভাবেই সম্ভব নয়, তবু বুঝার সুবিধার্থে  কিছু শব্দার্থ জুড়ে দিলাম-
**গোলাপ বা ফুল = সৌন্দর্য; **পাখি=শিল্পী বা শৈল্পিক দৃষ্টিভঙ্গি;
**আকাশ= বিশালতা/ অজানা রাজ্য;
**সাগর জল = দুঃখ-কষ্ট; **অথৈ সাগর = দুঃখ-কষ্টকে সম্যক বুঝা
**সাগর জলেই কূল = দুঃখবিলাস; **খরতাপ = বাস্তবতা;
**রৌদ্র ভালোবাসি = সময়কে উপভোগ করা;
**দূর পাহাড়ের গান = ভাঙনের সুর; **আকাশ হল কালো = অজানা আঁধার;
**মেঘেই থাকো ভাল = অল্প জ্ঞানে বা ভুল ভাবে ভাল থাকার চেষ্টা;
**নীলের পিছুটান = সাগর(দুখের নীল) ও আকাশ(অজানা/বিশালতার নীল) উভয় সুন্দরকে উপলদ্ধির সুতীব্র ইচ্ছা ।)