মনের যাতনা মিথ্যে ছিলনা কারো,
প্রাচীন শিল্পী- তারাও ভুগেছে বেশ-
বুঝেছে মানুষ, খুজেনি ছদ্মবেশ;
পথেও সেদিন অগণিত ছেলে-বুড়ো-
ভরপেটে খেয়ে- হেঁটেছে নিরুদ্দেশ ।


দাদারাও ছিল আবেগেই মাতোয়ারা
আশায় বিকেছে- নিশ্চিত বিশ্বাস !
বিরোধী যেজন- পড়েছিল তার লাশ,
সমাজের চোখে বখাটে ছোকরাগুলো-
সেদিনও খুঁড়েছে- নিজেরই সর্বনাশ !


ঘোড়ার ক্ষুরে পিষ্ট কয়'শ প্রাণ ?
চাবুকের তলে রক্ত ঝরেছে কতো ?
মানুষ মরেছে, মরবেই অগণিত
তবুও বাজবে মানবতা জয়গান
পুঁজিবাদ সেও যুদ্ধেরই ফরমান ।


কাকেরা ছিল, কাকেরা এখনো আছে,
কুকুরের ন্যায় মানুষের জিভ-দাঁত-
দলিত মাংসে জ্বেলেছে মুগ্ধ রাত,
কালের ময়ূরও ডাস্টবিনে দেখি নাচে
গোপনে ইচ্ছে- কুকুর হয়েই বাঁচে ।


তবুও শিশুরা খেলে যাবে আনমনে
ফুলকে চিনতে পাপড়ি ছিঁড়বে আরও,
হোঁচটে হোঁচটে ব্যর্থ হওয়ার পরও-
দাঁড়াবে আবার- দাঁড়ানোর প্রয়োজনে;
আধার রাতের চাঁদটি সেকথা জানে...