ভবিষ্যৎ শব্দটি কাল্পনিক স্বর্গের মত
তবে সেটি বাস্তবিক পথ হতে পারে যদি কোন পথিক-
স্মৃতির পোড়ামাটির উপর ভিত্তি করে তার কাঠামো গড়ে,
অন্যথায় প্রতিটি স্বাপ্নিক খড়কুটোর মত উড়ে যাবে আগামীর ঝড়ে ।
জীবন সেতো জন্মবধি-
সময়ের সাথে স্বপ্নের এক অ্দ্যোপান্ত অসম খেলা,
পথের ধূলায় কারো স্বর্গ যখন প্রাসাদসম আঙিনায় নেমে আসে-
তার সমাধি নির্দ্বিধায় নিশ্চিতরূপে- মাটি আর ঘাসে ।
তবে কেউ অবহেলায় যদি বের হয়ে আসে- ফুলবাগানের চাষবাসে
এবং সযত্নে বুঝে ফেলে ঝরে পড়ার সুতীব্র দীর্ঘশ্বাস-
এবং সুদূর বনে খুঁজে ফিরে তার শাশ্বত ফুল- তার নিজস্ব আকাশ-
সে কোনদিনই একান্তে সুবাস চাইবে না- ফুলদানি-টবে,
সময়ের কলরবে ভিটেহীন চাষিই পারে যেখানে-সেখানে ফুল ফোটাতে,
জীবনের তরে এ-কোন প্রহেলিকা নয়, এতো সীমাবদ্ধতারই সূত্র;
স্বর্গীয় ভবিষ্যৎ লাভের কোন দার্শনিক সত্য নেই-
তাই অদ্বিতীয় সম্ভাবনায়- এটিই সময়ের বিজ্ঞানসম্মত কবিত্ব