ফুল আর অশ্রুর মাঝে কোন পার্থক্য নেই
পার্থক্য শুধু সময়ের
বিশ্বাস না-হয়তো ভালোবেসে দেখো-
নিশ্চিত অভিমান পাবে, অতঃপর প্রথাগত ভাবে-
কেটে যাবে দীর্ঘ মানুষী জীবন; যদিও-
প্রাণের স্পন্দন সেতো জলের অবারিত সম্মোহনে...
নির্বাসনেও- কেউ তবু ফুলকে পাবে না, খুঁজে পাবে শুধু-
আঁধার আর সভ্যতার আশ্চর্য মানে; সেকথা জেনেও-
আজ এবং আগামীর তরে-
কিছু অশ্রুকে তোলে রেখো- দগ্ধ সময়ের খুনে-
নিতান্তই শুকনো ফুলের প্রয়োজনে ।