এক দুপুরে ।
উঠোন থেকে ফুলটি ছিঁড়ে
হাতের মুঠোয় নিতে,
ইচ্ছে রঙিন পাপড়িগুলো
ফুলদানিতেই ঝরে ।


এক বিকেলে ।
ঘরের চালের অচিন পাখি
হটাত গেল উড়ে,
ভালবাসার গান শুনিয়ে
কৃতজ্ঞতায় ভরে ।


আজকে রাতে ।
মাঘের শীতে মাথার উপর
চাঁদের আলো খেলে,  
আমার ঘরের উঠোন-চালে
শিশির কণা জ্বালে ।