একুশ শতকের সুরম্য গুহায় থাকে মানুশের পূর্বপুরুষেরা
মুখপোড়া বানরের মত তাদের বিমর্ষ চেহারা,
পাবলিক বাসের ভাঙাচুরা কাঁচগুলো হা করে দেখে
আর খোলামেলা ড্রেস গুনে পুরোহিত বুঝে
ভাড়া করা স্বর্গেই- আসল যিশুরা !
সংসারের বোঝা কাধে ঈশ্বর হেঁটে যান মসজিদে;
শয়তানও সুখে নেই আজ, বারো ঘাটের জল খেয়ে
তার পেটের ভিতরে ঘুরে খাই খাই আওয়াজ ।
তবু দুধের মত স্বচ্ছ আশায়
একদল খচ্চরে পোষে- শিকারী বিড়াল,
ভিনদেশী হায়েনা ঘুরে সরকারি বাঘের বেশে-
সময়ে সুযোগে গলা ঝেড়ে বিশ্বাসযোগ্য কাশে ।
জাতীয় ঐক্য শুধু দুঃখের বেসরকারি নোটিশে,
তাই আকাশের মগডালে কোকিলের বাসা
আর বিকৃত যৌন উৎসবে
কাকের নেশায় সঙ্গ দেয় জমকালো পেঁচা;
ইতিহাসের ফাটা ডি্মে- কা কা-ই বাজে-
কোকিলের বাপ সেজে কাকেরাই নাচে ।