কতখানি ভালোবেসে-
ঘরহীন পথে খুঁজে পায় কেউ শাশ্বত বিশ্বাস
জমাট মেঘেরা হয়ে উঠে এক- স্বতন্ত্র নীলাকাশ ?


কতখানি ভালোবেসে-
স্মৃতির গহীনে স্বপ্ন-বুকের নিভৃত অনুভব
ধ্যানরত কোন সন্তের শ্রুতি- জীবনের তরে সব ?


কতখানি ভালোবেসে-
ভাঙা বাস্তবে গড়ে তোলে কেউ ইচ্ছের সংসার ?
যেন সেদিনের অন্ধপ্রেমে- তুমি-আমি একাকার...