কেউ তোমার জন্য দাঁড়িয়ে নেই
মহাদেব সাহা


যদি ভেবে থাকো, দুঃখে কারো ছায়া পাবে
কারো কাঁধে মাথা রাখবে তুমি
তাহলে ভুল করে বসে আছো
তোমার জন্য কোথাও কোন সরোবর নেই


কোথায় প্রশান্তি পাবে তুমি, বুক জুরাবে
সবখানে হাহাকার, সবখানে নদী শুকিয়ে যাচ্ছে
কেউ তোমার চোখের জল মুছাবেনা
এখন অনেকখন কাঁদতে হবে তোমাকে
কেউ যাতে না দেখে
কাকে ডাকবে তুমি, কাকে দুঃখের কথা বলবে
কেউ দাঁড়িয়ে নেই, কেউ হাত বাড়াবে না
সবাই ধার দেনায় ডুবে আছে দেউলিয়া হয়ে আছে
কার কাছে আঁজলা ভরা জল চাইবে তুমি
মনে করেছো কারো আঙুলে ঝর্না বইবে তোমার জন্য
সবখানে এখন গ্রীষ্মকাল
সবখানে এখন তৃষ্ণা
আর কার হাতে হাত রাখবে তুমি
কার সাথে বুকে মেলাবে বুক
কোথাও কোন মেঘ মানুষ নেই তোমার জন্য
বৃষ্টি বন্ধু নেই, এখন অনেকক্ষণ তোমায় কাঁদতে হবে
কেউ যেন না জানে