হে নওজোয়ান আড়মোড়া ভেঙে গর্জে উঠো
নিয়ে হাতে ঈসাখাঁ-র শাণ তরবার,
জ্বালাও তোমার আগ্নেয়গিরি জ্বলন্ত মশাল
ঝাঁপিয়ে পড়ো অস্ত্র হাতে হও আগুয়ান,
নব কেতন উড়িয়ে এখনই সময় ঘুরে দাঁড়াবার
থেকো না আর আঁধার করে খুলো তোমার বদ্ধ দ্বার।


ব্যর্থ নয়নে থেকো না তাকিয়ে আকাশে পূর্ণিমাতে
ভীরু ধ্যান ছুঁড়ে ফেলে দাও পথের ঐ ডাস্টবিনে,
বাজাও যুদ্ধের দামামা এঁকে দাও মরণ থাবা
সফেন সাগরে ভাসিয়ে উত্তাল ভেলা করো ধ্বংস প্রেতাত্মা।


হে বীর সেনানী আর নয় অপবাদ জেগে উঠো দুর্বার
লেলিহান সমাজে নির্মম হাহাকার করো কুপকাত,
আনন্দ দাপটে দেশকে ভালোবেসে গাও স্বাধীনতার গান
স্বপ্নগাঁথা আলোর দিশা জ্বেলে ছড়াও কবিতার ঘ্রাণ।