ধন্য আমি বলি যারে
ধন্য নয়তো সে,
লোকে যারে দেয় ঠাঁই মনোমন্দিরে
সেইতো ধন্য এই ধরাতলে।


নাহি ভুলে তারে
সদা থাকে অটল সর্ব অন্তরে,
যার সমস্ত দেহমন
মানব সেবায় করে বিচরণ
সেইতো ধন্য এই নরকূলে।


আজও আমি নিরবধি
এমন মানুষ খুঁজি
যার নেই বৃত্তের বৈষম্য,
আছে সৌহার্দ্য আর ঐক্যের সন্ধিক্ষণ
স্বর্গীয় উৎসবের সেতুবন্ধন।