গাত্রে স্বল্পবসনা আঁকি দলদলি
গাহি সারি  পাজি শিশুগুলি
করে কোলাহল ভেলায় ভাসি,
নানা বরনে হাঁসগুলি
করে হরষে হুড়োহুড়ি
লহরী করি কুমের বারি।


তরী বেয়ে অঁচল তরুণী শরমি
আঁচল টানি মুখখানি ঢাকি,
কাঁকন ঝলক সফেদ হাতে দ্রুতি
শাপলা-শালুক নেয় তুলি সুরতি
আধফোটা কামিনী খোঁপায় গুঁজি।


কুমের নীরে পক্ষ ছোড়ি
আগমনী গান গেয়ে লেজ নাড়ি
যায় ওড়ি সাঁঝের পক্ষি তড়বড়ি,
পক্ষ, কামিনী সখী বানি সাজায়ে কবরী
বিজন পথে ফিরে কুঠী নাচি
ঠোঁটের ভাঁজে অনুরাগের ঢেউ খেলি
নবান্নের উৎসব মাতি অঁচল তরুণী।