ফাঁকা রাস্তা,  বন্ধ জানালা
কোয়াশা ঢাকা ভোরবেলা,
হয়না দেখা শিশির বিন্দুর খেলা
সবুজ পাতার ফাঁকে শিমুলের মেলা।


খোলা ছাঁদ,  মাঝ রাতে
আকাশ-গঙ্গা ছড়ায় আলো মাতমে,
তুমি সর্বনাশী উষ্ণ আদরে
সুবাস ছড়াও কার ফুলদানিতে?


আমি একাকি বদ্ধ ঘরে
বসে ভাঙ্গা চেয়ারে,
নড়বড়ে জীবন নিবুনিবু প্রদীপ,
বিদায়ের দিন গুনি সকাল-সাঁঝে
তোমারই ভুলে ফেলে যাওয়া শাড়ির ভাঁজে।