ছেদনে খণ্ডিত তরবারি বিদ্ধ শির,
বেয়ে পড়া রক্তের ফোঁটায় সৃষ্ট নতুন পথ দৃশ্যমান দূর- বহুদূর।
অদৃশ্য অঙ্কুরোদগমে পরিপক্ব সারি সারি বৃক্ষ পথে  ছাতা- ছাতা সুরক্ষার,
ক্ষুধা নিভৃতে ডালে পাকে ত্বীন- অফুরন্ত।


জুলফিকারের নখে ছেদিত শির কার?
জালিমের জুলুমের অবসানে উত্থিত জুলফিকার-  রক্তে ধৌত ক্ষণে ক্ষণে,
ফিনকি দিয়ে নিঃসৃত সমাজের কালো রক্ত,
'রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়'- আজ আর শুধু স্লোগান নয়।


দিগ্বিদিকে ভাসমান হ্রেষাধ্বনি,
আসমান কালো, নেই মেঘ-
তবে!
দেখো- ঝাকে ঝাকে আবাবিল।
জামিনে খুরের প্রতি আঘাতে কম্পিত কলজে,
জুলফিকার হাতে এগিয়ে যাচ্ছে কে?
আসাদুল্লাহ'র উত্তরসূরী!
যার আগমনী বার্তা দিয়েছিলেন খোদ উস'ওয়াতুন হাসনা,
তিনি কি পৌঁছে গেছেন?