আমাকে কভু খুঁজো না : খুঁজো না গদ্য পদ্যে।
আমাকে খুঁজো না — হাসি ও কান্নায়।
খুঁজো না মনের বিশাল বারান্দায়।
আমাকে পাবে না এসবের মাঝে।


হয়তো তুমি আমার হাসিতে পাগল
ভাবছ সুখেই আছি।
কখনো বা আমার চোখে জ্বল দেখে কেঁদেছ;
ভাসিয়েছ বুক, ভেবেছ শোক আমার নিত্য-সাথী।
সত্যি বলছি,
আমাকে পাবে না এসবের মাঝে।


হয়তো কখনো দেখবে গান গেয়ে রাস্তা পেরুচ্ছি;
মনে খুশির ঝংকার,তখনো ভেবনা সুখে আছি।
দেখতে পার কোন এক জোৎস্নার রাতে
অপলক চেয়ে আছি খেজুর গাছটির পানে।
তখনো ভেবনা শোকে পুড়ছি।
সত্যি বলছি,
আমাকে পাবে না এসবের মাঝে।


আমাকে পেতে চাইলে আমাকে চেনো
আমার ‘আমিত্ব'কে অনুভব করো।
বুঝতে চেষ্টা করো আমায়; একলা নিরালায়।
=============================
রচনাকাল : ২রা বৈশাখ, ১৪২৭  ।।   ১৫ই এপ্রিল, ২০২০ (মেলান্দহ,জামালপুর)