.
.
অসৎ উপায় অবলম্বনকারী,
অধিকাংশ শিক্ষার্থী,
তাহারা হাইব্রিট শিক্ষার্থী ।
.
বই পুস্তক না পড়ে
আশা করে ভালো ফল,
একদিন না একদিন
পাবে তাহার কু-ফল।
.
পরিক্ষার আগের রাতে
  প্রশ্নের পিছু ছুটে,
এই কারণে কপালে তাহাদের
মন্দ ফল জোটে ।
.
ফেসবুক আর টুইটার নিয়ে
দিবানিশি মাতে,
পরিক্ষার ফলে হাতে পেলে
হা-হুতাশ করে কাঁদে।
.
প্রাইভেট ও কোচিংএ যায়
মেয়ে-ছেলে দেখার ছলে,
হাইব্রিট শিক্ষার্থী
এদের কেই বলে।