.
রচনাকাল : ২৩.০৯.২০১৭ইং
.
.
.
আমার ছোট্র গ্রাম
সবুজ শ্যামলে ঘেরা,
আমার ছোট্র গ্রাম
কৃষি উৎপাদনে সেরা।
.
       আমার ছোট্র গ্রাম
বাংলার ঐতিহ্য; আমার অহংকার,
এমন সুজলা সুফলা গ্রাম
কোথায় পাব আর?
.
আমার গ্রামের প্রকৃতি
নয়গো ভুলার মত,
প্রকৃতির স্নেহ ভালাবাসায়
চলছি অবিরত ।
.
আমার গ্রামের আলপথ
শিক্ষকের মত,
আলপথে চলতে গিয়ে
শিক্ষা পেয়ছি কত।
.
আমার ছোট্র গ্রামের
শাখা নদী লৌজং,
শিখায় জীবনের স্বার্থকতা
লাগায় মনে রং।
.
আমার ছোট্র গ্রাম
মায়ের মতন,
প্রকৃতির ভালাবাসায়
করছে যতন।
.
আমার গ্রামের কৃষক
আপ্রাণ খেটে মরে,
রুক্ষ মাটি কঠিন হাতে
তারা শ্যামল করে।
.
আমার ছোট্র গ্রাম
আমি অনেক ভালবাসি,
আমার ছোট্র গ্রাম
আমার দুঃখ ভুলার বাঁশি।
.


বি:দ্র: আমার গ্রামটির নাম পশ্চিম ঢালুয়াবাড়ি ( চরপাড়া) , এটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলাধীন নবগঠিত হাজরাবাড়ী পৌরসভার অন্তর্গত একটি গ্রাম।