একটা সময় আমাতেই মুখ লোকাতে
চোখে চোখ রেখে,কতই না গল্প করতে।
কোকলির কলতান দেখে
অভিমান করতে তুমি —
‘আমি বলেছিলাম :
কোকিল টা আমায় ভালোবাসে’ বলে।


তুমি পারতে না রোদন দমন করতে
মুখ ফুটে বলতেও পারতে না!

তোমার ঐ বাকহীনতা, অচেতন মৌনতা —
আমায় ঠিকই সব বলে দিতো।


মৌনতায় ঢুবে থাকা ঐ মুখখানি হতেই
অবিলম্বেই মুক্তো ঝড়ে পড়তো।


অবাক হয়ে বলতে ‘কেন এতটা ভালোবাসো আমায়’
আমি প্রতুত্তর করতাম না!
জানা ছিলো এটা তোমার ভ্রম!


আমি তো জানি —
তুমি অবলা, সরলা, বিজয়লক্ষ্মী নারী।


অন্ধ আবেগে মত্ত হয়ে এমন আহাজারি!


আমার ভাবনাটা ঠিক হলো শেষে —
তুমি ছেড়ে গেলে আমায়, করে গেলে একা।


আমার হাইব্রিড হৃদয়ের স্বাদহীন ভালোবাসা
তব হৃদ মাঝারে বাঁধতে পারেনি বাসা।


তোমার কোমল মনের রিয়েল ভালোবাসা
আজও লেগে আছে মনে প্রাণে;
ভুলতে পারিনি কোন ক্ষণে।


সত্যিই তোমার তুলনা হয়না।
তুমি অতুল্য প্রিয়া পৃথ্বীর!  
সুখে থাকো আজীবন; এই করি পণ।


আমার এ অভিযোগ-নামা আজ শুধু আমারই বিপক্ষে!!  


রচনাকাল : ১৩/০৫/২০২০