কবিতারে দেখবার যেইদিন
তাগো গাঁয়ে যাই,
মিঠে মুহে হাসি দেইহে
পাগলা হইয়ে যাই।


হেরে দেইহা মনডা আমার
কিবাহা মেন করে,
আমারে হেয় কয় ইশারায়
মনে ধরছে তরে।


হে গো বারি যাইয়ে একদিন
বইলাম চিয়ের নিয়ে,
নইজ্জে সরম ভুইল্লে হে রে
দেকলাম মুন দিয়ে।


হারা দিনে, হারা আইতে
বাবি হে রে কত,
হেই যে আমার সপ্নে দেহা
রাজকৈন্নেরই মত।


কবিতা যেন্ হারা জীবন
আমার হতেই থাহে,
আল্লাহ হে রে সব সুময় যেন্
সুহে সুহেই রাহে।


=======================
রচনা : ২২শে চৈত্র, ১৪২৬ বঙ্গাব্দ  || ০৫ই এপ্রিল, ২০২০ ইং || পড়ার ঘর ||