তোমার প্রেমে হচ্ছি মাতাল
       হচ্ছি পাগল রোজ
আর কতকাল রবে দুরে
       নেওনা একটু খোঁজ!
স্বল্প একটু আয়ু মোদের
       চিনিই বা কত মানুষ?
রেষারেষি আর কিসের দ্বন্দ্ব
       উড়াও সব কষ্ট-ফানুস
ভুলে ভরা এই জগতজ্যোতি
       ভুলেতেই ভরা শত জন্মক্ষয়
তবে কিসের শঙ্কা হেরে যাওয়ার
       জীবন মানেই যেথা জয়/পরাজয়
এবার তোমায় বলছি শুনো
       দিচ্ছি নাড়া তেতো কিছু স্মৃতি
মনবন্দী হয়ে থাকবো তোমার
      এটাই করেছি যে মূলনীতি!
স্মৃতির পাণ্ডুলিপি যখন তোমা হাতে
       উঠো কি একটু খানি হেসে?
কপট রাগে কি অস্ফুটে গালমন্দো?
       ধুর ছাই! কিভাবে গেলুম যে ফেসে!
বাম হাতে যখন সাজাও স্বপ্ন
       কপালে পুরনো কৃষ্ণ টিপ
আসি কি নিরব যতনে মনের কোনে?
       নাকি নিষিদ্ধ করিয়াছো মনদ্বীপ?
একেলা সন্ধ্যে কিবা মধ্যরাতের শেষে
       দেখো যখন পুরনো সেই চাদ
মাপতে তুমি পারো কি সখী
      কতটুকু প্রেম, নাকি ছিল সবটাই নিছক খাদ!
মন ডায়েরীতে করছো সৃজন
       স্বপ্ন ব্যথার চিরকুটের স্তূপ
পোস্টাপিসে ফিরে আসি সদা
     পাইনা কিছুই, থাকো কেন এমন নিশ্চুপ?
শত ব্যস্ততা সংগ্রামের মাঝেও
      পরি যদি একটুখানি মনে
হারিয়ে যেতে করোনা দ্বিধা
      হেটো নিজেরই সাজানো প্রেমবনে!
দিওনা আর অগ্নি দহন
      এবার আসো ফিরে নিজ নীড়ে
হারিয়ে যাচ্ছিতো আমি
     বিষম উথাল-পাতাল স্রোতভীড়ে!
যার সনেই থাকো কিবা যেথায়
     নিজেকেই ভালো রেখো
ইচ্ছে হলে মনে রেখো আর
       আমি রঙেই নিজেকে মেখো!