হৃদয়ে জ্ঞানের আলোর স্পর্শ তুমি
জ্ঞানের পৃর্ণজ্যোতির প্রজ্ঞার প্রদীপ তুমি
আবদ্ধ চিন্তাকে উন্মুক্ত করতে শেখাও তুমি
হ্যা, শিক্ষক সে যে তুমিই...


জিবন যুদ্ধের আকাশের পাইলট তুমি
জিবন যুদ্ধের সমুদ্রে নির্ভীক নাবিক তুমি
জুলুমের প্রতিবাদ জাগানোর রণকন্ঠস্বর তুমি।
হ্যা, শিক্ষক সে যে তুমিই..


সমাজ সংস্কারের প্রথম পাবক তুমি
জ্ঞানের পিপাসা তৈরিতেও তুমি
সেই পিপাসা মেটানোর দায়িত্বটাও নিয়ে যে থাক যে তুমিই
হ্যা, শিক্ষক সে যে তুমি...


অজ্ঞতার অন্ধের দৃষ্টি ফেরাও তুমি
অহংকারীর মধ্যে চেতনার আলো জ্বালাও তুমি
জ্ঞানের ভুবনের পূর্ণিমার প্রভা সে যে তুমি
হ্যা, শিক্ষক সে যে তুমিই...


এই বিশ্বভূবন মানুক আর নাই মানুক
শিক্ষক আমাদের শ্রদ্ধার পাত্র
জ্ঞানের সবচেয়ে বেশি সুজন