একটি পেয়ালা দামী নিদারুণ এক কাপ চায়ের আসর
অবসন্ন মনে,কিংবা বিরহে,আড্ডার মস্তি বাসরে অবসর
এক কাপ চায়ের পেয়ালা যোগায় ভরসা উদ্যম মজা
তীব্র চুমুকে কাপে আর উষ্ণ নিগাহে প্রবল আবেগ তাজা-
চায়ে ঠোটে মিলে মিশে ভাব বিনিময় সুখটান চুমা
অভাবটা বাড়ে যদি না যোগায় পেয়ালার দেনা।
বিকাশটা বাগ্যবাগীশ রেগে মেগে, পেয়ালা বসায়
নতুন টপিক কতো যার যা সাধ্যমতো খেলায়,হাসায়।
মান্নার কফি হাউস এখানেই ঠাঁই পায় পেয়ালার চা
গতকাল কে ছিল আগামীতে কে রবে তবুও খরচা,
ইতিহাস হয়ে যায় আসা যাওয়া মানুষের ধূসর মলিন
পেয়ালারা রয়ে যায় নতুনের ভরসায় একই ক্যান্টিন।
মানুষ থাকে না শুধু কথারাও খুঁজে নেয় অন্য ফসিল
চায়ের আমেজগুলো করে শুধু চাষ-আবাদ মানুষ মিছিল।
অখিল দা উত্সাহে যোগায় এ ধামের দুরন্ত গতি
নিত্য সে মিলনের আমদানী কলহের সেইতো নিয়তি।
হাঁক পরে চাওলার শিশুদার চায়ের দোকান নিয়মিত
থেমে যায় ঝগড়া মোর ঘোরে আড্ডার রোশনাই কত।
সন্তোষ দার কাছে থাকে সদা তালিকায় ভেট্ জমা-
চা খরচ টা-টাও মাঝে সাজে খরচের অধিক বাহানা।
হাঁক দেয় অশোক দা নিয়মিত চায়ের বাবুরা গুনে
সাধন দা তীক্ষ্ন নজর সোয়াদের কোয়ালিটি জেনে-
বলে দেয় সেরা স্বাদ আস্বাদ দলগত আড্ডা কেবিনে
বেজায় চলেছে দম পেয়ালা আমন্ত্রণ আমরা সবাই
মেতে থাকি মৌজের আড্ডার আসরে পেয়ালা নিয়েই ।