হে আকাশ,
ফেলে গেছি শোকাকূলা ভগিনী,ভাগ্নেসহ--
একটু দেখো ওদের
বহুদিন পর মনে পড়ে খুব তোর-
- সে হাস্যমুখ আমি নিরুপায়-
প্রবাস জীবন ছেয়েছে আমার যাবতীয় সুখ-দুখ-----
জানি বড় নিরুপায় তুই---
চাকরিটা আজও শংকায়--
ছেলে পড়ানোর টাকায়-
কোনমতে দিন যায়--
পাঠিয়েছি টাকা বৌদি অলক্ষ্যে
হাজার দুয়েক মতো,
কোনমতে সেরে নিস---
পূজায় ফের পাঠাবো।
ভাগ্নীটাকে স্নেহ দিস ভালোবাসা--
পড়াটা চালিয়ে যায়--
উঠতি মেয়ে নজর রাখিস খুব--
না হয় নিস আরো কিছু টিউশান্---
আমার নতুন ফ্লাটে এখনও প্রচুর ঋণ--
ভাইপোটা লোরেটোয় দামী শৌখিন আসবাব--
স্পেনিয়ালটার খরচ যোগাতে হিমসিম আমি বোন---
বৌদির সাজ,পার্লার,পার্টি আমি বেআকূল----
তবুও বলছি ভালো থাকবি ভাগ্নীর পথ চেয়ে---
ন্যুনতম পাশে কোনমতে কাজ---
হয়ে যাবে উর্দ্ধমহলে----
জানাশোনা আছে,কথা বলা আছে---
আমি তো আছি রে বোকা--
অযথা অশ্রু টেলিফোনে আর
বকা খাস না বৌদির কাছে।
দে বিদায় বোন-মোছ দু নয়ন-
জানি,কাঁদছিস মুখ বুজেঁ--
ক্ষমা করে দিস অধম দাদার-
অক্ষমতা সবে।