যে যায়,সে চলেই যায়!
কিছু মখু তখনো থাকে অনন্ত অপেক্ষায়,
অতীত মায়ায়........!
যে যাবার সে চলেই যায়,
দেখতে দেখতেই হারিয়ে যায়।
সেই চেনা মুখ-
চেনা শব্দ,সঙ্গে কাটানো মুহূর্ত,
সবই তখন স্মৃতি হয়ে যায়।
কিছু মুখ তখনো বাস্তবতা মানতে নারাজ,
আবেগের অক্ষমতায়।
অনুভবের অনুভূতিগুলো,
কেমন যেন সক্রিয় হয়ে উঠে,
স্বজন হারা বেদনায়।
রেখে যাওয়া স্মৃতিগুলো
কি যেন বলতে চায়,
বড় দুর্বোধ্য ভাষায়!
হৃদয়কোণে জমে থাকা কষ্টের পাহাড়,
গলে পড়তে থাকে -
স্মৃতির পাতায়।
কিছু মুখ  স্মৃতিগুলোয় হাত বুলায়-
পরম মমতায়,
যা কখনো সম্ভব হয়ে ওঠেনি-
প্রিয় মুখটির জীবদ্দশায়।
কোন এক সময়ে স্মৃতিগুলোও-
বিস্মৃত হয়ে যায়।
কিছু মুখ তখনো-
বিস্মৃতির গহীন সমুদ্রে নেমে,
স্মৃতির স্পর্শ নিতে চায়।
পৃথিবী চলতে থাকে আগের নিয়মেই,
দিন বদলায়,ঋতু বদলায়,বদলায় প্রকৃতি।
শুধু বদলায় না কিছু মানুষের আকুতি!
কি এক নিদারুন মিথ্যে আবেগে,
কিছু মুখ তখনো থাকে-
অনন্ত অপেক্ষায়।