প্রতিদিনের মতো,
সেদিনো রাত এসেছিল।
কিন্তু, কে জানতো
সে রাতেই বাংলাদেশের সর্বনাশ লেখাছিল?
যারা জানতো, তারা তো "আস্তিনের সাপ" ছিল।
পুলিশ,আর্মি, গোয়েন্দা সবই ছিল।
সবাই যেন বেমালুম ছিল।
সত্যি কি তাই ছিল?
না কি ষড়যন্ত্রে সামিল ছিল?
রাতের গভীরতা শেষে নামে ভোর।
মসজিদ থেকে ভেসে আসে ভোরের আজান,
চার দিকে শশ্মানের সুনসান।
হঠাৎই থেমে থেমে গর্জে উঠে  মেশিনগান।
যেন কেঁপে ওঠে বাংলাদেশ।
কৃতঘ্নের রক্তের হলিখেলায়,
নিমিষেই  সব অর্জন যেন,
হয়ে যায় শেষ।
কি নির্মম!কি বিভৎস!
এমন কোন শব্দ নেই, যা দিতে পারে,
সেই হত্যাকান্ডের  প্রকৃত বয়ান।
উল্লাস কারীদের উল্লাসের ছিল নাকো শেষ।
তাদের কেউ কেউ এখনো আছেন,
খোলস পাল্টেছেন।
আছেন ও তারা বেশ!
এটাই তো ইতিহাস।
এটাই  তো বাংলাদেশ!
এখনো সেই রাত আসে,
উল্লুকের অশুভ আওয়াজ,
কানে ভাসে।
সংশয় জাগে প্রাণে।
ওরা মীরজাফরের উত্তরসূরি  নয়তো,
যারা দেশপ্রেমিকের লেবাসে থাকে,
আমারি আশে-পাশে?