দ্রুতগতিতে পাখার বাতাস,
হাইফ্লো অক্সিজেন,
সর্বোচ্চগতিতে সাইরেন বাজিয়ে ছুটে চলছে এম্বুল্যান্স।
পাহাড় চাপা বুক আর শ্বাসকষ্টে,
শরীর  পুরোপুরি ইমব্যালেন্স!
আপনজনেরা নিজেদের অতীত দুর্ব্যবহারের জন্য ক্ষমা চাচ্ছেন।
আকবর আলীর কানে যায়না সেসব।
যেন মৃত্যুর আগমন বার্তা-
পেতে শুরু করেছেন তিনি!
অস্থির আকবর আলী!
ঘামে পুরো শরীর যাচ্ছে ভিজে!
কপালে আছে আজ কি যে!
নানা অশুভ চিন্তায় শংকিত-
আপনজনের  মন।
ইস!আর কতক্ষণ?
হাজার বছরের পথ পাড়ি দিয়ে,
পাওয়া গেল হাসপাতাল।
ডাক্তার!নার্স!ওয়ার্ডবয়! দালাল!
সীমাহীন সিস্টেম লস! জায়গামতো
আকবর আলী কে নিতে,
আপনজনেরা পুরো নাজেহাল।
টেস্টের চিরকুট, কমিশন এজেন্ট,
পরীক্ষা-নিরীক্ষা!
থেমে আছে চিকিৎসা, রিপোর্টের অপেক্ষা!
আকবর আলী ততোক্ষণে,
জীবন মৃত্যুর  মাঝখানে।
অতঃপর চিকিৎসা।
জমরাজ নেমে পড়েছেন।
ক্ষণে ক্ষণে ডাক পড়ছে অনেকের।
বাতাস ভারী হয়ে উঠছে-
আপনজনের বিদায়ের বেদনায়।
"আমাদের আর কিছু করার নেই,
আল্লাহকে ডাকেন"-শোনার পর,
আকবর আলীর আপনজনেরা -
লিপ্ত অস্ফুট আরাধনায়।
দিন-রাত সব সমান-
ঐশ্বরিক সিদ্ধান্তের অপেক্ষায়।