মনের আকন্ঠ মিনতি
নতমস্তকে ভক্তের আকুতি!
কিন্তু? ঈশ্বর সিদ্ধান্তে অটল,
ফাটুক ভক্তের হৃদয়-
হোক না চক্ষু জলে টলমল।
বদলেনাতো নিয়তি,
অপরিবর্তিত  পরিনতি।
এমনি ভাবে হাজারো ভক্ত
ঈশ্বর! ঈশ্বর! -বলে ডেকে যায়,
সকাল থেকে সন্ধ্যা,
সন্ধ্যা থেকে সকাল,
কাল থেকে মহাকাল!
অতঃপর, চেয়ে থাকে-
সীমাহীন  হতাশায়,
নদীর পাড় ভাঙার মতোই
ভাঙ্গে ভক্তের বুক,
ঈশ্বরকে না পাওয়ায়।
অবশেষে এই ভেবে শান্তনা পায়,
আমি পাপী!!
তাইতো ঈশ্বর করেননিকো মাফ,
পাপের কারনেই-
জন্ম আমার আজন্ম পাপ,
ঈশ্বরের অভিশাপ!!