যদি কখনো আমার মরে যাবার খবর-
তোমার কানে আসে,
অহেতুক আবেগে
অশ্রু বিসর্জন দিওনা।
আমি মরে গেলেও,
তোমার আমার সম্পর্কটা
নেহায়েত মিছে ছিলনা-
এই ভেবে খুঁজে নিও শান্ত্বনা।
জানোই তো,
মানুষ হিসেবে বেঁচে থাকাটা,
সব সময় সুখের হয়না।
সম্পর্কের কত টানা-পড়ন,
কত প্রবঞ্চনা!
এখানে প্রকৃত সুখী কেউই নয়,
যা দেখছো, তা কেবলি সুখাভিনয়।
জীবনের বিরুদ্ধে কোন অভিযোগ নেই।
জীবন আমায় দিয়েছে অনেক।
জীবন আমায় শিখিয়েছে,
"এ পৃথিবীর জন্য তুমি বড়ই অচল,
যদি সচল থাকে তোমার বিবেক।"
নিজের জন্য বড় আপসোস হয়,
এ পৃথিবীর জন্য উপযুক্ত হতে পারিনি,
কারণ,
আমাতে বাসা বেঁধেছে মনুষ্যত্ববোধ আর বিবেক।
জীবনে অর্জন তেমন কিছু না থাকলেও
আমার মৃত্যুতে  কারো চোখে-
নিঃস্বার্থ অশ্রুর প্লাবন হলে,
সেটাই আমার জন্যে অনেক!
আমি মরে গেলে
ইট, পাথরের কাতারে ,  
অমর সমাধিগুলোর পাশে,
আমায় সমাহিত করোনা।
বরং, শুইয়ে রেখো
ওদের পাশে-
যাদের জন্ম-মৃত্যুতে
এ পৃথিবীর কিছু
যায় আসে না।