কবিরা তাদের কবিতার মতো সব সময় সুন্দর হয়না,এটা তোমার জানা উচিৎ ছিল।
কবিকে তার কবিতার চেয়েও বেশি ভালবাসাটা
তোমার একটা ভুল ছিল।
কবিরা কল্পনায় যতক্ষণ, ততক্ষণই কেবল কবি!
কল্পনার ঘোর কেটে গেলে তুমি তার মাঝে দেখবে-
কাম, ক্রোধ,ঘৃনা,কামনা- বাসনা সব-ই।
যে কবি তোমাকে কল্পনায় শোনায় সমুদ্রের ঢেউয়ের শব্দ, কিংবা তোমাকে করায় জোৎস্না স্নান,
মিশে দেখ, কতটা অনুর্বর, মরুভূমি কবি হৃদয়!
কবিরা এমনই হয়!
এদের মধ্যে ডুবে গেলেই বিপদ,পাছে পশ্চাতে হয়!
কবিরা তাদের কল্পনাকে যতটা বর্ণিল রঙে সাজাতে পারে,এদের বাস্তবতাটা ততোটাই সাদাকালো।
কবিতার পংক্তি চয়নে কবিতা যতটা সচেতন,
জীবনের সিদ্ধান্তে এরা ততোটাই এলোমেলো।